• March 25, 2025

সাজেক পর্যটনে ভয়াবহ অগ্নিকান্ড: জ্বলছে রিসোর্ট

 সাজেক পর্যটনে ভয়াবহ অগ্নিকান্ড: জ্বলছে রিসোর্ট

মো: আল আমিন, দীঘিনালা: পর্যটন এলাকা সাজেকে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার

দুপুর ১টার দিকে এ অগ্নকান্ডের ঘটনা। সাজেক পর্যটনের প্রধান কেন্দ্র রুইলুই পাড়ায় এ ঘটনা। তাৎক্ষনিকভাবে জানা যায়, রিসোর্ট ইকোভ্যালি, অবকাশসহ রেষ্টুরেন্ট মনটানা এবং আশপাশের রিসোর্ট এবং দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে। হেডম্যানের (মৌজা প্রধান) বাড়িতেও ছড়িয়ে গেছে।

রুইলুই জুনিয়র উচ্চ বিদালয়ের এক শিক্ষক জানান, অগ্নিকান্ডে
অনেকগুলো রিসোর্ট এবং দোকান বর্তমানে জ্বলছে। তবে তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এ প্রতিবেদন লেখার সময়ও আগুন
জ্বলছিলো।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post