সাত ফুট মানকচু , বিক্রি হলো ১২‘শ টাকায়

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড় বিল গ্রামে ৩বছর বয়সের ৭ফুঁট লম্বা মান কচু ১২ টা বিক্রি হয়েছে বলে জানা গেছে। বড়বিল গ্রামের চাষি রুইউ

তরুন সামজকে মাদকমুক্ত রাখতে হবে -লক্ষ্মীছড়ি জোন কমান্ডার
গুইমারাতে জিবিভি সংশ্লিষ্টের সচেতনামূলক সভা
হতদরিদ্রদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করল গুইমারা রিজিয়ন

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড় বিল গ্রামে ৩বছর বয়সের ৭ফুঁট লম্বা মান কচু ১২ টা বিক্রি হয়েছে বলে জানা গেছে।

বড়বিল গ্রামের চাষি রুইউ মারমা বলেন,মারমাদের সাংগ্রাই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছর ও পাচন রান্না করা হবে তাই ৩৬ টিরও বেশি মিশ্র শাকসব্জী মধ্যো এ মানকচু একটি, সকালে এলাকার ক্ষুদ্র ব্যবসায় দোঅং মারমা আমার কাজ থেকে সারে ৩শত টাকা মূল্যে ক্রয় করেছে, এছাড়া মানকঁচু বিভিন্ন মাংসের সাথে রান্না করে খাওয়া যায়।

এ ব্যাপারে দোঅং মারমা এ প্রতিবেদক কে বলেন,প্রতি কেজি ৩০ করে বিক্রি করে ১২শত পেয়েছেন। তবে অনেকে বলেন,মানকঁচু বানিজ্যিক আকারে চাষাবাদ করলে অনেক লাভবান হবে।