• June 16, 2025

নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে রামগড় যুব উন্নয়ন কর্মকর্তা বদলি

 নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে রামগড় যুব উন্নয়ন কর্মকর্তা বদলি

স্টাফ রিপোর্টার: নারী সহকর্মীর মোবাইলে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে খাগড়াছড়ির রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবিরকে বদলি আদেশ দেওয়া হয়েছে। 

১৭ মে শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-১ শাখার উপ সচিব মাসুদ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয় বলে জানা গেছে।  আদেশে তাকে ২২ মে-এর মধ্যে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২২ মে দুপুরে তিনি রামগড় কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন মর্মে গণ্য হবেন বলে  আদেশে উল্লেখ করা হয়।

একাধিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী যুব উন্নয়নের ক্রেডিট অ্যান্ড মার্কেটিং বিভাগে কর্মরত আছেন। সম্প্রতি সময়ে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগ এনে হুমায়ুন কবিরের বিরুদ্ধে খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন ওই নারী। তবে সেখানে প্রতিকার পাননি তিনি। অভিযোগ রয়েছে, যুব উন্নয়ন কর্মকর্তাকে রক্ষা করতে একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

পরে ওই নারীর কর্মকর্তার মোবাইলে পাঠানো অশ্লীল ভিডিওর বিষয়টি  জানতে পেরে স্থানীয় সাংবাদিকরা রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাগড়াছড়ির জেলা প্রশাসকের নজরে আনেন। এরপর এ নিয়ে তোলপাড় সৃষ্টি হলে তাকে বদলি আদেশ দেওয়া হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন বলেন, যুব উন্নয়ন অফিসারের বিরুদ্ধে পর্ণোগ্রাফিসহ অন্যান্য দুনীর্তির অভিযোগ লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া, রামগড় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি তাৎক্ষণিক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় রামগড় উপজেলা প্রশাসনের কাছ থেকে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবিরকে শাস্তিমূলক বদলি আদেশ জারি করে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘ভিডিও পাঠায়েছি কিনা মনে পড়ছে না। হয়তো অজান্তে পাঠিয়েছিলাম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post