• July 27, 2024

সারা দেশের মতই পার্বত্যঞ্চলের মানুষও ভূমি অধিকার ভোগ করবে- প্রধানমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি:  পার্বত্যাঞ্চলের মানুষের ভূমি অধিকার নিশ্চিতে ভূমি কমিশন কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্রিটিশ আইনে নয়, সারাদেশের মানুষ যেভাবে ভূমির মালিকানা ভোগ করে, পার্বত্যবাসীও যেন সেরকম ভূমির অধিকার পায়, সে ব্যবস্থা  আমরা করে দিচ্ছি। পার্বত্যাঞ্চলের মানুষের সার্বিক উন্নয়ন আমাদের দায়িত্ব।
রোববার (২১ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত দীর্ঘমেয়াদি ‘সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পে’র (তৃতীয় পর্যায়) অধীন শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ‘পাড়া কেন্দ্রের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
পার্বত্যাঞ্চলসহ দেশের কোনো এলাকা পিছিয়ে থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সরকার সব এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নেও কাজ করছে। পার্বত্য চট্টগ্রামের অঞ্চল বলে কোনো এলাকা পিছিয়ে থাকবে না। ২০ বছর পার্বত্য চট্টগ্রামের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে একসময় রক্তক্ষয়-সংঘাত ছিল। এই সংঘাতের কারণ-সমস্যা চিহ্নিত করেই আওয়ামী লীগ শান্তি চুক্তি করে।
চুক্তিতে বাধা এলেও চুক্তির বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, চুক্তি পুরোপুরি বাস্তবায়নে কাজ চলছে। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, আগের সরকারগুলো সমতল থেকে মানুষদের সেখানে নিয়ে সংঘাতের দিকে উস্কে দিয়েছিল। কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে এই সংঘাতের পথ বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার।
সংঘাত বন্ধের ফলে পার্বত্যাঞ্চলে দ্রুতগতিতে উন্নয়ন চলছে জানিয়ে প্রধানমন্ত্রী রাস্তাঘাট, পুল, ব্রিজসহ অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ সুবিধা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের চিত্র তুলে ধরে বলেন, আগে সাজেক ভ্যালিতে পায়ে হেঁটে যেতে সাতদিন  লাগতো। এখন সেখানে সহজেই যাওয়ার জন্য উন্নত যোগাযোগ স্থাপন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রলালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরী, বাংলাদেশে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর এডওয়ার্ড বিগবেডার। স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব  এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি)।
রাঙামাটির কাপ্তাই উপজেলার  মিতিঙ্গাছড়িতে স্থাপিত চারহাজারতম পাড়া কেন্দ্রের উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সুবিধাভোগীসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post