সিন্দুকছড়ি জোন কর্তৃক মানবতা ও সমাজ কল্যাণে মানবিক সহায়তা প্রদান

 সিন্দুকছড়ি জোন কর্তৃক মানবতা ও সমাজ কল্যাণে মানবিক সহায়তা প্রদান

বিএম.বাশার, গুইমারা: পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সিন্দুকছড়ি জোন।

৮ সেপ্টেম্বর রবিবার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোন সদরের জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সোলার প্যানেল, সেলাই মেশিন, মসজিদে সহায়তা, ঢেউটিন ও ছাতা, কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন, বিশুদ্ধ পানির ফিল্টার, শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, স্থানীয় ক্লাবে ফুটবল, ক্রিকেট ব্যাট ও জার্সি প্রদান এবং দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদানসহ সর্বমোট ১৯২ জন সুবিধাভোগীর মাঝে বিভিন্ন প্রকার মানবিক সহায়তা প্রদান করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি।এছাড়াও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি।

জোন কমান্ডার উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post