সেনাবাহিনীর উদ্যোগে মানিকছড়িতে শীতবস্ত্র বিতরণ
মানিকছড়ি প্রতিনিধি: পাহাড়ে বেড়েছে শীতের তীব্রতা। শীতে দরিদ্র পরিবার-পরিজন নিয়ে মানুষ জবুথবু। নির্ঘুম রাত কাটাচ্ছে অভাবী মানুষ। ফলে সিন্দুকছড়ি সেনাবাহিনী ‘সম্প্রীতির উষ্ণতা’ ছড়িয়ে দিতে ইপিলিয়ন গ্রুপের সহায়তায় মানিকছড়িতে শীতবস্ত্র বিতরণ করলেন সিন্দুকছড়ি সেনাবাহিনী।
১৭ ডিসেম্বর বিকাল ৪টায় মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান, পিএসসি,জি।
এ সময় জোন উপ-অধিনায়ক মেজর সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ,পিএসসি,জি, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, মোঃ আবুল কালাম আজাদ, ইপিলিয়ন গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দ।
সিন্দুকছড়ি জোনের উদ্যোগে এবং ইপিলিয়ন গ্রুপের সহায়তায় ১৭ ডিসেম্বর সিন্দুকছড়িতে ৩’শ ও মানিকছড়িতে ২’শসহ মোট ৫০০ কম্বল (শীতবস্ত্র) বিতরণ করেন সেনাবাহিনী।