হামলা ও হত্যাকান্ডের বিচারের দাবিতে খাগড়াছড়িতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামে উপজাতি ও বাঙালিদের মধ্যে হামলা ও প্রাণহানির ঘটনায় তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের ছাত্র-জনতা।

২৩ সেপ্টেম্বর সোমবার প্রেস ক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তারা এ দাবি জানান।

মিছিলে উপস্থিত ছিলেন পাবর্ত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন ভুইঁয়া, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিব আজম প্রমুখ।

বক্তারা বলেন, পাহাড়ে ঘটা ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের অংশ। পাহাড়কে অশান্ত করতে ষড়যন্ত্রকারীরা সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে।

এসময় পাহাড়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারসহ পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির দাবি জানান তারা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply