Homeস্লাইড নিউজশিরোনাম

১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন, জেলা সদরের কুমিল্লা টিলার আব্দুল মতিনের

মানিকছড়িতে বিআরডিবির সফল উদ্যোক্তার মাঝে কোভিড-১৯ প্রণোদনা ঋণ বিতরণ 
নদী ভাঙ্গনের মুখে মানিকছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান
দীঘিনালায় আইসক্রীম বিক্রেতার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন, জেলা সদরের কুমিল্লা টিলার আব্দুল মতিনের ছেলে জসিম উদ্দিন(২৫) ও মাস্টার পাড়ার কোরবান আলীর ছেলে হোসেন আলী(৩১)। রবিবার(১জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, দুই মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন এবং হোসেন আলী ইয়াবা নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ উৎ পেতে ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুই মাদক ব্যবসাীয় মোটরসাইকেলে করে আসা মাত্র পুলিশ তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।