• December 9, 2024

১৮ বছর পর রামগড়ে নিজ এলাকায় সম্প্রীতি সমাবেশ করলেন ওয়াদুদ ভূইয়া

 ১৮ বছর পর রামগড়ে নিজ এলাকায় সম্প্রীতি সমাবেশ করলেন ওয়াদুদ ভূইয়া

স্টাফ রিপোর্টার: শেখ হাসিনা নেই, নেই কোনো বাঁধা। পুলিশও নিরব। রাজপথ নেই উত্তপ্ত। রামগড়ের বাসটার্মিনাল, অলি-গলি শুধু মানুষ আর মানুষ। নেতা আসবেন-শ্লোগানে শ্লোগানে মুখরিত রামগড়ের পুরো শহর জুড়েই। দুপুর থেকেই লোকে লোকারন্য হয়ে পড়ে সমাবেশস্থল। দীর্ঘ ১৮ বছর পর নিজ এলাকার মানুষ যার জন্য অপেক্ষা সকলের প্রিয়মুখ ওয়াদুদ ভূইয়া আসলেন মঞ্চে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান এবং ওয়াদুদ ভূইয়ার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন চেয়ে যায় পুরো এলাকা।

১১ নভেম্বর সন্ধ্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।

রামগড় উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভুইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল প্রমুখ।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ওইদিন খাগড়াছড়ির সাধারণ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করে।

এর মধ্যে গত ৫ আগস্ট রাত থেকে দলের জেলা কার্যালয়ের সামনে থেকে প্রশাসনের কোনো ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে সকল কর্মসূচি চালিয়ে যায় দলটি। আর সোমবার সকাল থেকে রামগড়ের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলছেন, আগে সমাবেশে আসতে পথে-পথে বাধার সম্মুখীন হতেন। অনেক সময় হামলারও শিকার হয়েছেন। এ ছাড়া সমাবেশস্থল থেকে কিংবা আসা-যাওয়ার পথ থেকে গ্রেপ্তার হওয়ার ভয় নেই।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post