• December 1, 2024

৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আলোচনা সভায় রফিকুল আনোয়ারকে চর অম্লান করেছে বক্তারা

ফটিকছড়ি প্রতিনিধি:- ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম উত্তরজেলা
আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও নানুপুর লায়লা কবির
কলেজ প্রতিষ্টাতা মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারের ৬ষ্ঠ
মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, শিক্ষা
বিস্তার ও সমাজ কর্ম ফটিকছড়ির সাবেক সংসদ রফিকুল
আনোয়ারকে চির অম্লান করেছে। যুগে যুগে তাকে স্মরণ
করবে তার প্রতিষ্টিত শিক্ষাঙ্গান ও শিক্ষার্থীরা। চির ভাষ্কর
হয়ে থাকবে তার সৃজিত সমাজকর্ম। তাকে অনুসরণ করেই
প্রকৃত সমাজ সেবক হওয়া যায়।
নানুপুর লায়লা কবির (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ আ ন ম
সরোয়ার আলমের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি
ছিলেন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক স¤পাদক
আলহাজ্ব ফখরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন নানুপুর
গাউসিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা
হোসাইন আহমদ ফারুকী, অধ্যক্ষ মুসলেহ উদ্দিন আহমদ
মাদানী। অধ্যাপক পঙ্কজ দেব অপুর সঞ্চালিত সভায় বক্তব্য
রাখেন মাওলানা আব্দুস শুক্কুর আনছারী, অধ্যাপক ফোরকান
মিয়া, কলেজের প্রাক্তন ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মীর
মোরশেদুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন
রবিন, প্রাক্তন ছাত্র এস আই মনজু, মাওলানা ওসমান গনী
জালালী, আওয়ামীলীগ নেতা কামাল পাশা, আবু জাফর
বুলবুল, এসএম আক্তার মিয়া, কলে ছাত্র এ এইচ এম তানভীর
হোসেন, মোজাম্মেল হোসেন মাছুম প্রমুখ। সভা শেষে
মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক আবদুর রহিম।
সভার প্রারম্ভে অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী সম্পাদিত
”ধূপছায়া” নামে একটি ত্রৈমাসিক পত্রিকার মোড়ক
উম্মোচন করা হয়। এর আগে সকালে মরহুমের কবরস্থানে
কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও কবরে পু®পমাল্য
অর্পণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post