হামে ৮জনের মৃত্যু, দুর্গম লুন্থিয়ানপাড়ায় সেনা মেডিকেল টিম

স্টাফ রিপোর্টার: গত দুই মাস যাবত সাজেকের শেয়ালদাহপাড়া সংলগ্ন লুন্থিয়ানপাড়া এবং উরুনপাড়ায় এক মহামারি রোগের আবির্ভাব হয়। শুরতে রোগের কারণ উদঘাটন করতে পারেনি স্থানীয় লোকজন।  পরবর্তিতে কারণ খুঁজতে গিয়ে দেখা দেয় হামের লক্ষণ। কিন্তু ততক্ষণে প্রান হারায় ৫ শিশু এবং আক্রান্ত হয় শতাধিক শিশু যার ভিতর রয়েছে বৃদ্ধ বয়সী লোকজন।

২২ মার্চ অবহেলা এবং কুসংস্কারজনিত কারণে প্রাণ হারায় আরো এক শিশু যার নাম গেরেথি ত্রিপুরা (৯)। সেই সূত্র ধরে ২৪ মার্চ দিবাগত গভীর রাতে মারা যায় আরো ২ টি শিশু। এখন মৃতের সংখ্যা সর্বমোট ৮ জন।

খবর পাওয়া মাত্র সেনাবাহিনী তাদের মানবতার হাত বাড়িয়ে দেয়। ২৪ মার্চ আনুমানিক ১ টার দিকে সেনাবাহিনীর মেডিকেল টীম এবং ৪ জন বেসামরিক ডাক্তারসহ হেলিকপ্টারযোগে শেয়ালদাহপাড়ায় পৌছান। আগামী ২ দিনে এই শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেয়াই তাদের লক্ষ্য। বুধবার সকাল থেকে লুন্থিয়ানপাড়া এবং উরুনপাড়ার সকল রোগী সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা পাবে বলে সূত্র জানায়।

জানা যায়, হামের মত একটি মহামারী ছোঁয়াচে রোগ মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকায় স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে।

Read Previous

করোনা মোকাবিলায় মাঠে খাগড়াছড়ি জেলা পরিষদ

Read Next

লক্ষ্মীছড়িতে প্রতিবেশির দায়ের কোপে আহত হয়ে হাসপাতালে ভর্তি পূর্ণচাকমা