কাপ্তাই হ্রদে ডুবে দু্ই শিশুর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে ডুবে দু’শিশুর মৃত্যু মর্মান্তিক হয়েছে। ২৪নভেম্বর শনিবার পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাথাঁছড়া এফআইডিসি টিলার বাসিন্দা আব্দুল জব্বারের শিশু পুত্র শাহীন (৩) এবং একই গ্রামের সাইফুল ইসলামের শিশু পুত্র মিনহাজ (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আইডিসি টিলায় শিশু দু’জন খেলা করে হ্রদে গোসল করতে নেমে পড়ে। তারপর তাদের আরও পাওয়া যায়নি। অবশেষে একইদিন সকাল পনে ১২টার দিকে হ্রদে ভাসমান অবস্থায় তাদের পাওয়া গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসকরা শিশু দু’টিকে মৃত ঘোষণা করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: তন্ময় বড়ুয়া জানান, হ্রদে ডুবে গিয়ে শিশু দু’টির মৃত্যু হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Read Previous

অপহরণের পর ধর্ষনের অভিযোগ ইউপিডিএফ’র বিরুদ্ধে মিতালী চাকমার

Read Next

সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় কেটে ‘সওজ’র সড়ক নির্মাণ