খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও জাতীয় দিবস। ২৬ মার্চ ভোরে তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার ৫০ বর্যপূর্তি পালনের সুচনা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি, সাংসদ ও টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার, পার্বত্য প্রেসক্লাব, খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বীর শহিদদের স্মরণে চেঙ্গী স্কোয়ারস্থ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়া সীমিত পরিসরে দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছেন জেলা প্রশাসন। ২৭ ও ২৮ মার্চ উন্নয়ন মেলায় আলোচনা সভা, জাতির পিতার জীবনীর উপর তথ্যচিত্র ও বিভিন্ন সরকরী বেসরকারী দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ডের ভিডিওচিত্র, অধ্যাপক আনন্দ বিকাশ চাকমার উপস্থাপনায় সেমিনার রুপকল্প-২০৪১ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন রয়েছে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়।