খাগড়াছড়িতে সমাজসেবা দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলায় “সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চলে ” এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ২জানুয়ারি বৃহষ্পতিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা সমাজ সেবা বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য সতিজ চন্দ্র চাকমা সভাপতিত্ব করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেত্রী বাশরী মারমা প্রমুখ । জেলা সমাজসেবা কার্যালয় সহকারি পরিচালক রোকেয়া বেগম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এসময় সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অলক বড়ুয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং সুশীল সমাজের গণযমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।