• May 27, 2024

খাগড়াছড়িতে স্বাস্থ্য বিধি মেনে মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে স্বাস্থ্য বিধি মেনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধূরী অপু শ্রদ্ধা নিবেদন করেন। খাগড়াছড়ি সার্কিট হাউজে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ।

মহামারী করোনা ভাইরাসের কারণে এ বার বিজয় দিবসে বিভিন্ন সরকারি দপ্তরগুলো নিজেদের মতো করে উদযাপন করা হয়েছে। প্রতিবছর বিজয় দিবসের কুচকাওয়াজ খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার তা বাতিল করা হয়েছে। ভোরে স্মৃতিসৌধে তেমন ভীড় ছিলো না, ফুল অর্পণ করতে ছিলোনা তেমন হুড়োহুড়ি।

সকাল থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের প্রতিনিধিরা এসে স্মৃতিসৌধে এসে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি সন্মান জানান। স্মৃতিসৌধ এলাকায় পুলিশ শান্তি শৃংখলা ও নিরাপত্তায় নিযোজিত রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post