খাগড়াছড়ি জেলা বিএনপির সাবেক সভাপতি রাজিব রায়’র মৃত্যুতে ওয়াদুদ ভূইয়া’র শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাজিব রায়’র মৃত্যুতে গভীল শোক ও সমবেদনা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: আবু তালেব স্বাক্ষরিত এক প্রেসবার্তায় উল্লেখ করেন রাজিব রায়’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করার পাশাপাশি শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খাগড়াছড়ি জেলা ও সকল উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাজিব রায়’র (৮২) মানিকছড়ি নিজ বাসায় শুক্রবার দুপুর ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন বলে প্রেসবার্তায় উল্লেখ করা হয়।