গুইমারা উপজেলায় ফলাদি গাছের চারা রোপণের উপর কৃষকদের প্রশিক্ষণ

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বৃহস্পতিবার ২১জুলাই সকাল ১০টার সময় ২০২২-২০২৩ অর্থ বছরের লেবু, কাজুবাদাম, কপি চাষ সহ জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প সম্প্রসারণের আওতায় কৃষি অধিদপ্তর গুইমারা উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক দিনের প্রশিক্ষণের আয়োজন করেন। এপ্রশিক্ষণে অংশ নেন গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নের ৩০ জন করে কৃষক-কৃষাণী।

দিন ব্যাপি এপ্রশিক্ষণ আয়োজনে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ ওম্কার বিশ্বাস।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ শফিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জ্যোতি কিশোর বড়ুয়া প্রমূখ।

কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, সুমন কর, মোঃ আব্দুর রহিম মজুমদার, তুহিন চাকমা, ঊষাচিং মারমা, মোঃ সোলাইমান, অংক্যচিং চৌধুরী, মোঃ শোয়েব হোসেন ও ফাহাদ জামান, সহ পার্বত্য অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের মানিকছড়ি উপজেলার কৃষক সহায়ক, জুলফিকার আলী ভুট্টো।

Read Previous

রামগড়ে ৩য় পর্যায়ে(২য় ধাপে) প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের জমির দলিল ও চাবি হস্তান্তর

Read Next

গুইমারা উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ঘর পেলো আরো ৬৫পরিবার