• May 2, 2024

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে রাশেদ কামাল (৪০) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত হয়েছেন। নিহত রাশেদ কামাল উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

রাশেদ কামাল নানুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মোবারক আলী পন্ডিত বাড়ীর আব্দুর রব্বানের প্রথম পুত্র।

১১জুন বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে নানুপুর বাজারের নবিদুর রহমান শাহ মাজার গেইটের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সড়কের পাশে একটি দেওয়াল নির্মাণ কাজ চলছিল। সেখানে দাঁড়িয়ে রাজমিস্ত্রিদের কাজ তদারকি করছিলেন রাশেদ।

এসময় দুষ্কৃতিকারীরা সিএনজি যোগে এসে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রাশেদ কামাল গুরুতর আহত হন। পরে তাকে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post