মানিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক স্বাস্থ্য কমপ্লেক্ম জরুরী চিকিৎসা সামগ্রী প্রদান

মানিকছড়ি প্রতিনিধি: বৈশ্বিক মহামারী প্রাণঘাতি‘করোনা ভাইরাস’ প্রতিরোধে মানিকছড়ি উপজেলার চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরী চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

১১ জুন দুপুরে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিশ্চিতকরণে চিকিৎসা সামগ্রী নিয়ে হাসপাতালে উপস্থিত হন। জরুরী চিকিৎসা সামগ্রীর মধ্যে এ্যাম্বুলেন্সের দুইটি চাকা, এক্সপ্রে মেশিন, কেএন-৯৫ মাক্স, ইনফ্রারেড থার্মোমিটার, পাল্স ওক্সিমিটারসহ নানা সুরক্ষা সামগ্রী তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রতন খীসা’র হাতে।

এ সময় উপজেলা শীর্ষ জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালের আইসোলেশন সুবিধাসহ চিকিৎসা ব্যবস্থা সচল রাখতে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

গুরুত্বপূর্ণ সময়ে জরুরী চিকিৎসা সামগ্রী(উপকরণ) পেয়ে উপজেলা প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তাকে অভিনন্দন জানান উপজেলঅ স্বাস্ত্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা।

Read Previous

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

Read Next

মানিকছড়িতে আরো ৭জন করোনা পজিটিভ