বর্ণিল আয়োজনের মধ্যেদিয়ে মানিকছড়িতে দূর্গা পূঁজা শুরু

মিন্টু মারমা: খাগড়াছড়ির প্রবেশদ্ধার মং রাজার আবাস্থল মানিকছড়ি উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে শারদীয়া দূর্গোৎসব শুরু। ৪ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় ধর্মীয় আলোচনা সভা, র‌্যালী ও ষষ্ঠী পূঁজা মধ্যে দিয়ে শুরু হয়। প্রথমে মানিকছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী রাজ শ্যামা কালী মন্দিরে মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাদল কান্তি সেন‘র সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিশেষ অতিথি মানিকছড়ি সার্কেল সহকারী পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম, মানিকছড়ি থানা অফিসার ইনর্চাজ মো. আমির হোসেন, সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন, সামিউল ইসলাম, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকছড়ির উপজেলা শাখার সভাপতি রুপেন পাল, সম্পাদক অমর কান্তি দত্ত, উপদেষ্টা অজিত কুমার নাথ, শ্রীশ্রী রাজশ্যামা কালী মন্দির সাধারণ সম্পাদক তুষার পাল, মানিকছড়ি উপজেলা শাখার সনাতন ছাত্র যুব পরিষদ‘র সাধারণ সম্পাদক রাহুল শীল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, সুজন কান্তি দাশ, সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শিমুল কান্তি নাথ প্রমূখ। আলোচনা সভা শেষে কালি মন্দির থেকে একটি বর্ণিল র‌্যালী বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কালী মন্দিরে এসে র‌্যালীটি শেষ হয়।উল্লেখ যে এবছরে মানিকছড়ি উপজেলায় ৩টি পূঁজা মন্ডবে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Read Previous

রাঙ্গুনিয়ায় ১৫৭টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু

Read Next

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোমান মিয়া’র বিদায় সংবর্ধনা