বারনী স্নান উৎসব: দুই বাংলার মেলবন্ধন থমকে গেলো কাঁটাতারের সীমারেখায়

খাগড়াছড়ি প্রতিনিধি: প্রতিবারের ন্যায় এবারও দুই বাংলার মানুষ মিলিত হয়েছিল বাংলাদেশের খাগড়াছড়ির রামগড় ও ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবব্রুম সীমান্তের ফেনী নদীতে। মাত্র কয়েক ঘন্টার জন্য দু’দেশের অঘোষিত সম্মতির উম্মুক্ত বিচরণে উভয় দেশের মানুষের অংশ গ্রহনে উৎসব মুখর হয়ে উঠে এ মেলা।

সনাতন ধর্মাবলম্বীদের পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনার পাশাপাশি, জীবনে পূর্ণতা পাওয়া এবং সব ধরণের পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির আশায় প্রায় শতাধিক বছর আগে থেকে চৈত্রের মধুকৃষ্ণের ত্রয়োদশী তিথিতে প্রতি বছর ফেনী নদীর পারে বারনী মেলায় মিলিত হোন দুই বাংলার মানুষ। কেউ যাচ্ছেন স্বজনদের সাথে দেখা করতে, কেউবা নিজ জন্মভূমির প্রতিবেশি দেশকে দেখার কৌতুহলে। শতাধিক বছর আগে থেকে চলা দু’দেশের অঘোষিত এ প্রয়াসকে কাজে লাগিয়ে তৈরি এ মেলায় দু’দেশের ঐতিহ্যবাহী রকমারী খাবার ও পণ্যের পসরা নিয়ে বসেন দুই বাংলার ব্যবসায়ীরা।

দু’ বাংলার সকলেই চান অনন্তকাল জুড়ে অব্যাহত থাকুক অঘোষিত এ উদ্যোগ। কিন্তু কেনো যেন আজ তা আর হয়ে ওঠলো না। দুই বাংলার মেলবন্ধম থমকে গেলো কাঁটা তারের সীমারেখায়।

Read Previous

খাগড়াছড়ি ব্লাড ব্যাংক এর আলোচনা সভা ও সদস্য অধিভুক্তকরণ কর্মসূচি

Read Next

মানিকছড়ির গবামারা প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন