মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যেগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
১৬ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বেসরকারি সংস্থা বিজয় র‌্যালী সহকারে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যেগে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়। এতে মহালছড়ি এপিবিএন, পুলিশ, ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশ গ্রহন করেন।
কুচকাওয়াজে সালাম গ্রহন করেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার ও মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রসিদ। এদিনে দিনব্যাপী কর্মসূচীতে আলোচনা সভা ও  বিভিন্ন খেলাধূলা অনুষ্ঠিত হয় এবং বীর মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খেলাধূলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন ও স্থানীয় শিল্পকলা একাডেমীর শিশু শিল্পিদের নিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Read Previous

মহালছড়িতে স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন

Read Next

মহালছড়িতে আওয়ামীলীগ কর্তৃক বিএনপি কর্মীদের উপর হামলার অভিযোগ