মানিকছড়িতে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক সেমিনার

মানিকছি প্রতিনিধি: ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকছিতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের শুরুতেই খাগড়াছড়ি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সাহেদুর রহমান খাদ্যের নিরাপদতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, দেশে নিরাপদতা খাদ্য স্বয়ংসম্পূর্ণ পেতে হলে জনসচেতনতা প্রয়োজন। সরকার এ বিষয়ে ২০১৩ সালে একটি আইন প্রণয়ন করলেও জনসচেতনতার অভাবে ভোক্তারা এখন পর্যন্ত নিরাপদ খাদ্যের সুফল পায়নি। এছাড়াও দেশের প্রচলিত আইন, ভোক্তার অধিকার মেনে খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সূচয়ণ চৌধুরী, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. নয়ন সালাহউদ্দিন, অফিসার ইনচার্জ আমির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান, ক্যয়জরী মহাজন, শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর পূলক চক্রবর্তী, একাডেমিক সুপার ভাইজার রেহানা মোস্তফাসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য বিষয়ক কর্মকর্তা, ভোক্তারা উপস্থিত ছিলেন।

Read Previous

পাঁচদফা দাবিতে বেসরকারী স্কুলের কর্মচারিদের মানববন্ধন

Read Next

মানিকছড়িতে সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন