মানিকছড়িতে সাড়ে ৫লক্ষাধিক টাকার কাঠ জব্দ
স্টাফ রিপোর্টার: মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি মাস্টার ঘাটা এলাকায় সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে ৫৫০ ঘণফুট আকাশমনি ও বিভিন্ন প্রজাতির গোল কাঠ এবং ৬০০ ঘণফুট বিবিধি জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। এসব কাঠের আনুমানিক বাজারমূল্য ৫লাখ ৬০ হাজার টাকা।
বনবিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বাটনাতলী ইউনিয়নের মাস্টারঘাটা এলাকায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গোল কাঠ স্তুপের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারী শনিবার ভোর রাতে অভিযান পরিচালনা করেন মানিকছড়ি সাব জোনের সেনাবাহিনী ও খাগড়াছড়ি বনবিভাগের গাড়ীটানা রেঞ্জের একদল সদস্য। এসময় ৫৫০ ঘণফুট আকাশমনি ও বিভিন্ন প্রজাতির কাঠ পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
অপরদিকে একই ইউনিয়নের ছদুরখীল এলাকায় ৬০০ ঘণফুট বিবিধ জ্বালানি কাঠ জব্দ হয়েছে। খাগড়াছড়ি বনবিভাগের গাড়ীটানা রেঞ্জের বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ কাঠের বিষয়ে বন আইনে মামলা হয়েছে।