মানিকছড়ি’র তিনটহরীতে শিশু খাদ্য বিতরণ

আবদুল মান্নান: মহামারি‘করোনা ভাইরাস’ প্রতিরোধে গৃহবন্দি মানুষজন এখন কর্মহীন। সংসারে আয়-রোজগার নেই। ফলে সরকারী ত্রাণ-সামগ্রীতে বেঁচে আছে লোকজন। কিন্তু কর্মহীন মানুষের ঘরের শিশুরা যাতে খাদ্যসংকটের দূর্ভোগে পড়তে না হয়,সে লক্ষে সরকার ‘শিশু খাদ্য’ বিতরণের উদ্যোগ গ্রহন করায় ১মে মানিকছড়ি’র তিনটহরী ইউনিয়নে ‘শিশু খাদ্য’ বিতরণের মধ্য দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারি‘করোনা’র প্রাদূর্ভাব মোকাবেলায় গৃহবন্দি লোকজনের হাতে কর্ম নেই। ফলে কম-বেশি সকলেই খাদ্যসংকটে দিনাতিপাত করছে। সরকারী-বেসরকারী ত্রাণ-সামগ্রীতে বেঁচে আছে কিশোর-কিশোরী, যুবক-যুবতী ও বয়োঃবৃদ্ধরা। কিন্তু খাদ্য গ্রহন উপযোগি শিশুদের নিয়ে অভিভাবকরা পড়েছে রীতিমত বিপাকে। বাজারে পর্যাপ্ত শিশু খাদ্যের অভাব। এছাড়া অভিভাবকের আয়-রোজগার নেই। যার কারণে চাহিদানুযায়ী শিশু খাদ্য যোগার করতে হিমশিম খাচ্ছে অভিভাবকরা। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহলে অলোচনার পর সরকার শিশুখাদ্যে অর্থ বরাদ্দ করেন।

২ বছর থেকে ৪ বছর বয়সী সকলে শিশু’র খাদ্য সংকট দূরীকরণে ১ মে মানিকছড়ির তিনটহরী ইউনিয়নে ১শ পরিবারে শিশুখাদ্য বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এ সময় পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ, ছাত্রললীগ,যুবলীগ ও আওয়ামীলীগের ইউপি নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

Read Previous

মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে ব্রিজ নির্মাণ কাজে নিয়ম-নীতি কী মানা হচ্ছে ?

Read Next

সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ