রেড ক্রিসেন্ট সোসাইটি’র চেক বিতরণ

মোঃ শাহ আলম, গুইমারা:  প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে অর্থনৈতিক নিরাপত্তা (ইকোনোমিক সিকিউরিটি) ইকোসেক প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলায় সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান ২৯জুলাই রবিবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান কংজরী চৌধুরী’র গুইমারাস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা ইউনিট কর্তৃক আয়োজিত চেক বিতরণ অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, প্রাপ্ত অর্থ যথাযথ ব্যবহার করে নিজেরদের ভাগ্য উন্নয়ন ঘটানোর চেষ্টা করতে হবে। কিন্তু  ভারতীয় অনলাইন ভিত্তিক জুয়া শীলং এর পেছনে ব্যয় করলে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে অনতিবিলম্বে শীলং বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি নিদের্শ দেন তিনি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা ইউনিটের সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিটের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান শানে আলম, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও ইউপি মেমং মারমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্য্যান কারবারী, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক নিরাপত্তা (ইকোনোমিক সিকিউরিটি) ইকোসেক প্রকল্পের আওতায় পার্বত্যাঞ্চলে বসবাসরত অবহেলিত পঞ্চাৎপদ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে জেলায় ৪০জন সুবিধাভোগী পরিবার প্রধানের হাতে প্রত্যেককে ৩০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Read Previous

মাহাবুব আলম চৌধুরীর ইন্তেকাল

Read Next

লক্ষ্মীছড়ি সেনা জোন কর্তৃক বিভিন্ন এলাকায় চিকিৎসা ক্যাম্পেইন