লক্ষ্মীছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

 লক্ষ্মীছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় করোনা নিয়ন্ত্রণে সরকারে নির্দেশ কঠোর লকডাউনে ঘরে থাকার বিধান থাকলেও স্বাস্থ্যবিধি না মানার কারণে জরিমানা ও সূর্যাস্ত পর্যন্ত জেল দেয়া হয়েছে বলে জানা গেছে।

৩১ জুলাই শনিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন এ অভিযান পরিচালনা করে জেল জরিমানা করেন।

জানা যায়, স্বাস্থ্য বিধি না মানায় ৪জনকে ২০০টাকা কের জরিমানা ও ২ জনকে সূর্যাস্ত পর্যন্ত জেল দেয়ার আদেশ দেন ইউএনও। এসময়তিনি সকলকে স্বাস্থ্য বিধি মানার আহবান জানিয়ে বলেন, করোনা প্রতিরোধে সরকারি আদেশ পালনে এ অভিযান অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post