লক্ষ্মীছড়িতে ‘খাদ্যের নিরাপদতা শীর্ষক’ সেমিনার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য সচেতনতামূলক ‘খাদ্যের নিরাপদতা শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৪ডিসেম্বর সোমবার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুৃরী। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, থানার ওসি(তদন্ত) সমির সরকার, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, হরিমোন চাকমা প্রমুখ। সেমিনারে ভেজাল খাদ্য রোধে করনীয় এবং লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে বিস্তারিত আলোচনা করেন খাগড়াছড়ি জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: শাহেদুর রহমান।

সেমিনারে সরকারি অফিসার, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। মুজিব বর্ষে কোভিড-১৯ স্বাস্থ্য বিধি মেনে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

Read Previous

রামগড়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Read Next

খাগড়াছড়িতে শীতবস্ত্র বিতরণ করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি