লক্ষ্মীছড়ি সেনাবাহিনীর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ প্রতিযোগিতা

 লক্ষ্মীছড়ি সেনাবাহিনীর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার: ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ পূর্তিকে সম্মান জানিয়ে ঘোষণা করা হয়েছে মুজিব বর্ষ। এই মহেন্দ্রক্ষনকে আরো স্মরনীয় করে রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রত্যক্ষ তত্বাবধানে চালু করা হয়েছে আর্ন্তজাতিক ম্যারাথন প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সেনা জোন কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

৭ফেব্রুয়ারি রোববার বিকালে লক্ষ্মীছড়ি জোন সদর থেকে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। লক্ষ্মীছড়ি জোনের সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যসহ সবমোর্ট ১০০জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলম, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারিগণ লক্ষ্মীছড়ি জোনের আরপি গেইট হতে শুরু করে ৫কি: মি: দৌড় সম্পন্ন করেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে দ্রুততম ৫জনকে পুরস্কার তুলে দেন জোন কমান্ডার।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post