সিন্দুকছড়িতে সনাতন ধর্মের শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি।

 সিন্দুকছড়িতে সনাতন ধর্মের শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি।

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ি ইউনিয়নে আজ ১৯ শে আগষ্ট ২০২২খ্রী. রোজ শুক্রবার পরমঈশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম শুভ জন্মাষ্টমী তিথি অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-২০২২, সিন্দুকছড়ি কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের আয়োজনে,
মঙ্গল শোভাযাত্রায় সম্মিলিত ও শতস্ফোর্ত ভাবে অংশগ্রহণ করেন ৫টি সার্বজনীন মন্দির।

মঙ্গল শোভাযাত্রাটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে,ধর্মীয় আলোচনা সভার মধ্যে দিয়ে দিবস টি পালিত হয়।

০১/ শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সিন্দুকছড়ি কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, গুইমারা, খাগড়াছড়ি। ০২/মেঘমনি ভক্ত সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, সিন্দুকছড়ি, গুইমারা, খাগড়াছড়ি। ০৩/বাজার পাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা গৌবিন্দ মন্দির,সিন্দুকছড়ি, গুইমারা, খাগড়াছড়ি। ০৪/মুড়া পাড়া সার্বজনীন শ্রী শ্রী লক্ষি নারায়ণ মন্দির,সিন্দুকছড়ি, গুইমারা, খাগড়াছড়ি। ০৫/শ্রী শ্রী হরি মন্দির,তৈকর্মা ফেরকুমার কার্বারী পাড়া, হাফছড়ি, গুইমারা, খাগড়াছড়ি। মঙ্গল শোভাযাত্রা শেষে মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী বিলমোহন ত্রিপুরার সভাপতিত্বে

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-২২ সিন্দুকছড়ির আহ্বায়ক শ্রী ব্রতেন ত্রিপুরার সঞ্চালনায়,  জন্মাষ্টমী উদযাপন পরিষদ-২২ সিন্দুকছড়ির, সদস্য শ্রী ধন্যভূবন ত্রিপুরার শ্রীমদ্ভাগবতগীতা পাঠের করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-২২ সিন্দুকছড়ির সদস্য সচিব শ্রী হেদন কুমার ত্রিপুরা।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেদাক মারমা,চেয়ারম্যান ০৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ,
বাবু সুইপ্রুচাই মারমা, সভাপতি সিন্দুকছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ,  বাবু সবেন জয় ত্রিপুরা ০২নং ওয়ার্ড সদস্য, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ। শ্রী প্রতিরঞ্জন ত্রিপুরা শিক্ষক, শ্রী সুমতি রঞ্জন ত্রিপুরা সমাজ সেবক,  শ্রী সুজন কুমার পাল শিক্ষক,  শ্রী খনেমোহন ত্রিপুরা সহ-সভাপতি, মন্দির পরিচালনা কমিটি ও সাংবাদিক বৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post