২৯তারিখে পূর্ণভোটে ভাগ্যনির্ধারণ লক্ষ্মীছড়ি প্রার্থীদের
স্টাফ রিপোর্টার: আর মাত্র ২দিন বাকি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া ২টি কেন্দ্রের পূর্ণভোট গ্রহণ। লক্ষ্মীছড়ি উপজেলা ৮নং দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৩ নং যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের পূর্ণভোট ভোট গ্রহণ ২৯ মে বুধবার। সেই দিনই ভাগ্য নির্ধারণ হবে কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান। ৮মে ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী আনারস প্রতীকের সাথোয়াই অং মারমা বেসরকারি ফলাফলে ১২৬ ভোটে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৬হাজার ১৭০ ভোট। ইউপিডিএফ সমর্থীত কৈ মাছ প্রতীকের প্রার্থী সুপার জ্যোতি চাকমা পেয়েছেন ৬হাজার ৪৪ভোট।
সুপার জ্য্যোতি চাকমা না সাথোয়াই অং মারমা কে হাসবেন শেষ হাসি। যদিও ১২৬ ভোটে এগিয়ে আছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আনারস প্রতীকে সাথোয়াই অং মারমা। মাত্র ১২৬ ভোটে পিছিয়ে থাকা কৈ মাছ প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা মনে করেন পিছিয়ে থাকলেও ২৯ মে পূর্ণভোট গ্রহণ হলে রায় আমার পক্ষেই যাবে। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আনারস প্রতীকে সাথোয়াই অং মারমা আশাবাদী সাধারণ মানুষ মনের ইচ্ছায় ভোট দেয়ার সুযোগ পেলে আমাকেই বিপুল ভোটে নির্বাচিত করবে সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। তিনি বলেন আমি হতাশ নই, মানুষের জন্য কাজ করেছি আগামীতেও করবো।
জানা যায়, দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ৩হাজার ২২২ ভোট। যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে মোট ভোটার ২হাজার ৩১৪ ভোট। ২ কেন্দ্র মিলে মোট ভোটার রয়েছে ৫হাজার ৫৩৬ ভোট। যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে সুপার জ্যোতি চাকমার ভোট ব্যাংক হিসেবে পরিচিত। ওই কেন্দ্রে বরাবরই ইউপিডিএফ’র প্রার্থী সর্বোচ্চ ভোট পান। এদিকে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও আধিপত্য রয়েছে সুপার জ্যোতি চাকমার। সবকিছু মিলিয়ে ভোট যুদ্ধে সবচেয়ে বেশি এগিয়ে আছেন সুপার জ্যোতি চাকমা। তবে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি সাথোয়াই অং মারমার নিজ ভোটার এলাকায় না হলেও পাশের ইউনিয়নের কেন্দ্র হিসেবে তাঁর রয়েছে অনেকটা প্রভাব এবং জনসর্মথন। সেই বিচেনায় হয়ত ভোটে এগিয়ে থাকার সম্ভবনা একেবাড়ে উড়িয়ে দেয়া যায় না। আর যদি যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোটের ভাগ বসাতে পারেন তাহলে সাথোয়াই অং মারমার বিজয়ের সম্ভাবনাও ফেলে দেয়া যায় না। কার গলে পড়বে বিজয়ের মালা সে জন্য অপেক্ষা করতে হবে ভোটের দিন ফলাফল ঘোষণা পর্যন্ত।
অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে ৬হাজার ৭৩৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকে পেয়েছেন ৪াহাজর ২৪৩ভোট। ২হাজার ৪৯৪ ভোট পেয়ে তুলোনামূলক বেশি পিছিয়ে রয়েছেন রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকে। ভোটর ব্যবধানে রাজেন্দ্র চাকমার জয়ের প্রত্যাশা অনেকটাই ক্ষীণ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬হাজার ২০২ ভোট পেয়ে ফুটবল প্রতীকের অয়ক্রইপ্রæ মারমা এগিয়ে আছেন। মিনুচিং মারমা পদ্ধফুল প্রতীক পেয়েছেন ৫হাজার ২২৩ ভোট। ৯৭৯ ভোটে পিছিয়ে থাকা মিনুচিং মারমা পদ্ধফুল প্রতীক ভাগ্যচক্রে জীততেও পারেন। কেননা মিনুচিং মারমা এলাকার জন্য একটা পরিচিত মুখ এবং একাধীকবার নির্বাচন করার কারণে জনসমর্থনের পাশাপাশি জনপ্রয়িতাও রয়েছে ব্যাপক।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া জানান, ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটের সাথে সংশ্লিষ্ট কর্তকর্তা-কর্মচারিদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: কামরুল ইসলাম বলেন, ২৯ তারিখে লক্ষ্মীছড়ি উপজেলায় স্থগিত হওয়া ২টি কেন্দ্রের ভোট গ্রহণের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। সুষ্টুু ভোট গ্রহণের স্বার্থে সম্ভব সব ধরনের সহায়তা নেয়া হবে। নিরাপত্তার বিষয়ে বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে এবং অবশ্যই পূর্বের চেয়ে এ নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হবে। প্রতি কেন্দ্রেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট থাকবেন।
লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোটার ২১হাজার ৭২২ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ১০হাজার ৯৪০ ভোট এবং মহিলা ভোটার ১০ হাজার ৭৮২ ভোট।