স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লোডশেডিংসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহা
স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লোডশেডিংসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সকালে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। বিশেষ অতিথি ছিলেন ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক সম্পাদক হোসেন মো. বাবু। সমাবেশে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক, সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল আজিজ মেম্বার, সহ-সভাপতি মো. আব্দুল আহাদ মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল সাত্তার, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুল প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে।