চন্দ্রঘোনা হাতিমারা এলাকায় বালুর ট্রাক উল্টে নিহত ২

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: চন্দ্রঘোনা-বান্দরবান সড়কের কাড়িগর পাড়া এলাকায় গতকাল মঙ্গলবার বিকালে বালুভর্তি ট্রাক উল্টে মোহাম্মদ জাহাঙ্গীর (৫০), মোহাম্মদ কবির হোসেন (৩০) নামের দু’জন শ্রমিক নিহত হয়েছে।

এ ঘটনায় ট্রাকের চালক সহ আরো তিন জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। চন্দ্রঘোনা থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। জানা যায়, বাঙ্গালহালিয়া থেকে চন্দ্রঘোনা মুখি বালু ভর্তি ট্রাক নং (চট্টমেট্রো ট- ১১-৫৬২৪) কাড়িগর পাড়া হাতিমারা মুখ এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এসময় ট্রাকের ছাদে বসা দু’জন শ্রমিক বালুর নিচে চাপা পড়ে।

গাড়ির ভিতর থাকা চালক সহ তিন জনকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরখোলা পাড়ার কারবারি মোহাম্মদ ইউছুপ বলেন, বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের হাতিমারা মুখ এলাকায় একটি বিপদজনক মোড়ে বালুভর্তি ট্রাক উল্টে হতাহতের ঘটনা ঘটে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post