• December 23, 2024

মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

 মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. মনির হোসেন নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৫ মার্চ বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ উপজেলার চেংগুছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫(১) ধারায় অপরাধ ও ১৫ ধারায় এ জরিমানা আদায় করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় অবৈধ বালু ও পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post