• December 11, 2024

অনৈতিক কার্যকলাপ রোধে রাঙ্গুনিয়ায় পতিতালয় উচ্ছেদ করলো জনতা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচুবাগান বাসস্টেশন এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জনৈক ইফনুছ মালিকানাধীন ভাই ভাই বোর্ডিং দীর্ঘদিন ধরে মাদক বিক্রিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগে গতকাল রোববার উচ্ছেদ করা হয়েছে। রোববার ভোরে প্রতিবাদকারী আলেম ওলামা ও সাধারণ জনসাধারণকে গালিগালাজ করে তার হোটেলে প্রকাশ্যে কিছু পতিতা এনে ব্যবসা চালু করার চেষ্টা করলে স্থানীয় জনসাধারণ বিক্ষোভে ফেটে পড়েন।

এক পর্যায়ে উত্তেজিত জনতা উক্ত পতিতালয় উচ্ছেদ করে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বিক্ষোভ মিছিল ও লিচুবাগান চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার মোহতমিম মাওলানা মুহাম্মদ মুছা, সোলতানিয়া মাদ্রাসার মোহতমিম মুহাম্মদ নুরুল আজিম, লিচুবাগান ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবিএম সাইফ উল্লাহ, লিচুবাগান ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুন সওদাগর, সাধারণ সম্পাদক লোকমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সম্পাদক মো. আব্দুল হামিদ, মৌলানা ক্বারী মোহাম্মদ রফিক, মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা মুহাম্মদ মুবিন, যুবলীগ নেতা মো. হাবিবুর রহমান প্রমুখ।

লিচুবাগান ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, ভাই ভাই বোর্ডিংয়ে হোটেল ব্যবসার আড়ালে প্রকাশ্যে দেহ ব্যবসা, ইয়াবা ও বিভিন্ন মাদক ব্যবসা বিনা বাধায় চালিয়ে যাচ্ছে জনৈক ইউনুছ। স্থানীয় জনসাধারণ, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, আলেম ওলামা, সাধারণ ব্যবসায়ী বিষয়টি নিয়ে অনেকবার প্রতিবাদ ও বিক্ষোভ করেছে। ইতিপূর্বেও একাধিকবার উক্ত পতিতালয় বন্ধ করা হয়েছে এবং পতিতালয়ের মালিক ইউনুছ এই ধরনের অবৈধ ও অসমাাজিক কার্যকলাপ করবে না বলে মুছলেখা দিয়েছে। কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় পতিতালয়ের মালিক একই ব্যবসা বার বার চালিয়ে যাওয়ার পাশাপাশি যারা তার অবৈধ ব্যবসার প্রতিবাদ করে তাদের প্রকাশ্যে অশ্লীল গালিগালাজ ও মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post