আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত পর্যটক ১০
খাগড়াছড়ি প্রতিনিধি: ঢাকা থেকে খাগড়াছড়িতে আসা সাজেক গামী পর্যটকবাহী বাস উল্টে আহত পর্যটক ১০ জন। সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি আলুটিলার পূর্নবাসন নামক স্থানে পর্যটকবাহী কমফোর্ট গোল্ডেন এক্সপ্রেস নামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে বরাবর উল্টো যায়।
এসময় গাড়িতে থাকা ১০জন পর্যটক’কে আহত অবস্থায় পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
গাড়িটি খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে উল্টে যাওয়ার যান চলাচল প্রায় এক ধরে বন্ধ ছিলো।
রাজবাড়ি আমিনা খাতুন বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক
মোঃ হাবিবুর রহমান ও আবু বক্কর জানান, ফরিদপুরের রাজবাড়ি জেলার দোলোদিয়া ঘাট কালুখালী উপজেলার আমিনা খাতুন বিদ্যাপীঠ এর ১৭ জন শিক্ষকের একটি টিম ডিসেম্বর মাসে ছুটিতে পার্বত্য জেলা খাগড়াছড়ি হয়ে মেঘের রাজ্য সাজেক যাওয়ার জন্য তারা এসেছেন। কিন্তু গাড়িটি হঠাৎ খাগড়াছড়ি আলুটিলা আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় পোল্টি দেয়। তাদের মধ্যে ১০ জন আহত হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি আছেন।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল এর মেডিকেল কর্মকর্তা ডাঃ রিপল বাপ্পি জানান, সকালে বাস দুর্ঘটনায় আহত ১০ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের একটু বেশি আঘাতপ্রাপ্ত হয়। তবে আপাতত আশঙ্কজনক কেউ নেই।