• April 29, 2025

ঈদের টানা বন্ধে খাগড়াছড়ি বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে বেড়েছে পর্যটক সমাগম

 ঈদের টানা বন্ধে খাগড়াছড়ি বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে বেড়েছে পর্যটক সমাগম

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি: প্রকৃতির রাণী খাগড়াছড়িতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ঈদের টানা বন্ধে জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে বেড়েছে পর্যটকের সমাগম। সবুজ পাহাড়ে সাদা মেঘের ভেলা উপভোগ করতে খাগড়াছড়িতে পর্যটকদের আকর্ষণ করে। ঈদের ছুটিতে আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রীজ, তারেং, রিছাং ঝরণা মায়বিনী লেক সহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকের পদভারে মুখরিত । নয়নাভিরাম পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে বেড়াতে আসা পর্যটকরা মুগ্ধ।

দর্শনার্থী শারমিন সুমাইয়া জানান, আমরা এখানে বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলো ঘুরেছি। খুব ভালো লেগেছে। বিশেষ করে আলুটিলা থেকে শহরের অসাধারণ ভিউ। এখানকার প্রতিটি পর্যটন স্পট মুগ্ধ করার মতো।

দর্শনার্থী মোঃ মামুন জানান, খাগড়াছড়িতে আমার আসা হয়েছিলো। এখান পর্যটন স্পট গুলো আমার ভালো লাগে। খাগড়াছড়ি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নতুন নতুন স্থাপনা সত্যিই মুগ্ধ কর। তাই আমি আবারও ঈদের ছুটিতে পরিবার নিয়ে খাগড়াছড়ি বেড়াতে আসলাম।

পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। আগামী ১ সপ্তাহ পর্যন্ত ভিড় থাকবে বলে আশা তাদের।

খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কোকোনাথ ত্রিপুরা বলেন, এবার ঈদে ভালো পর্যটকের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। আগামী ১ সপ্তাহ পর্যন্ত পর্যটক সমাগম থাকবে আশা করছি। এভাবে পর্যটক আসতে আমাদের রাজস্ব আয় বাড়বে।

খাগড়াছড়ি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ উপ-পরিদর্শক
নিশাত রায় জানান, পর্যটকদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ টুরিস্ট পুলিশ। ঈদের ছুটিতে ঘুরতে আসা বিভিন্ন পর্যটন স্পট গুলোতে পর্যটকদের নিরাপত্তায় তিন স্তরের সাবক্ষণিক টহল দেয়া হচ্ছে । এছাড়া যারা দুর্গম এলাকায় যাবে তারা যদি কোন সমস্যায় পরলে আমাদের ৯৯৯ ফোন দিলে আমরা সাথে সাথে সেবার মাধ্যমে আমরা সবধরনের সহায়তা দিব।

এবার ঈদে আনুমানিক খাগড়াছড়িতে লক্ষাধিক পর্যটকের সমাগতে হবে বলে প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এবং গত রমজান মাসে পর্যটক কম থাকায় আর্থিক যে ক্ষতির সম্মুখীন হয়েছিলো, আশা করছেন ঈদে পর্যটক সমাগম অব্যাহত থাকলে ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post