• January 24, 2025

এশিয়াটিক লিলিয়াম ফুল চাষে কৃষক মাঠ দিবস পালিত

 এশিয়াটিক লিলিয়াম ফুল চাষে কৃষক মাঠ দিবস পালিত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি: এশিয়াটিক লিলিয়াম ফুল চাষে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরস্ত ওয়াইল্ড গার্ডেন নার্সারীতে খাগড়াছড়ি লাল তীর সীড লিমিটেড এর আয়োজনে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করে।

মাঠ দিবসে লাল তীর সীড লিমিটেড এর স্বত্বাধিকারী সাথোয়াই মারমা’র উপস্থিতিতে জেলা বিভিন্ন নার্সারী’র মালিক ও কর্মীগণ উপস্থিত ছিলেন।

এসময় লাল তীর সীড লিমিটেড এর স্বত্বাধিকারী সাথোয়াই মারমা লিলিয়াম ফুলের চাষ পদ্ধতি, কিভাবে ফুলের পরিপক্ক চারা থেকে স্টিক তুলে নিতে হয় এবং পরিচর্যা করতে হয় সে সম্পর্কে ধারণা প্রদান করেন। এশিয়াটিক লিলিয়াম ফুল চাষ করে কৃষকরা বাণিজ্যিকভাবে স্বাবলম্বী হতে পারে।

উল্লেখ্য, গত দেড় মাস পূর্বে নেদারল্যান্ড থেকে লাল তীর সীড লিমিটেড এশিয়াটিক লিলিয়াম ফুলর কন্ধ সংগ্রহ করে খাগড়াছড়ি ওয়াইল্ড গার্ডেন নার্সারীতে পরীক্ষা মূলকভাবে চাষ করা হয়। দেখা যায় পাহাড়ের মাটি এশিয়াটিক লিলিয়াম ফুল চাষে উপযোগী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post