‘করোনা’ সতর্কতা মেনে চলতে মাস্ক বিতরণ কর্মসূচি লক্ষ্মীছড়ি সেনাবাহিনীর
স্টাফ রিপোর্টার: এক মিটার দুরত্ব বজায় রাখা। জনসমাগম এরিয়ে চলা, অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে দিনে কম পক্ষে ৫বার হাত ধোয়া এমনকি জরুরী প্রয়োজনে বাহির থেকে ফিরে ঘরে ঢোকার আগেই সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি মাস্ক ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ নিয়ম-নীতি হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক এ করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার অন্যতম মাধ্যম।
লক্ষ্মীছড়ি উপজেলায় করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় হিসেবে সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে সেনাবাহিনী। অভিযানের প্রথম দিন থেকেই সেনাবাহিনীর পক্ষ হতে যারা টাকার অভাবে মাস্ক কিনতে পারেন নি বা মাস্ক ব্যবহার সম্পর্কে আজো কোনো ধারনা নেই সেই সব লোকদের মাঝে মাস্ক পরিয়ে এ গুরুত্ব অনুধাবন করার কাজটি করা হচ্ছে।
১এপ্রিল নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে নামে সেনাবাহিনী। এসময় লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক রাস্তা দিয়ে হেঁটে যাওয়া নারী, পুরুষ ও শিশুদের মাঝে মাস্ক পরিয়ে দেন। লক্ষ্মীছড়ি বাজার, ময়ূরখীল, মেজর পাড়া ও মগাইছড়ি এলাকায় করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করেন। এসময় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল প্রত্যেক মানুষকে মাস্ক ব্যবহার করার উপকারিতা সম্পর্কে বিশেষ ধারনা দেন।