• December 1, 2024

কাউখালীতে জাতীয় ভোটার দিবস র‌্যালি ও আলোচনা সভা

মো: কামরুল হাসান সাদ্দাম, কাউখালী, (রাঙামাটি): “ভোটার হব ভোট দেব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রথম বারের মত সারাদেশে পালিত হল জাতীয় ভোটার দিবস। দিবসটি পালন উপলক্ষে কাউখালী উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কাউখালী উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু করে সড়কের গোল চত্তর ঘুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক ও শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী, কাউখালী থানা অফিসার ইনচার্জ মো: মনজুর আলম, ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন প্রমূখ।

এ সময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন ১৮ বছর পূর্ণ হলে প্রত্যেক নাগরিককে ভোটার হতে হবে। ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার। এ অধিকার প্রতিষ্ঠায় পূর্ণ বয়স্ক প্রত্যেককে ভোটার হতে হবে এবং প্রতিটি নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এ জন্য জনগনের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।

উল্ল্যেখ্য: আপনি বাংলাদেশের নাগরিক? আপনার বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে? তাহলে আপনি ভোটার হওয়ার যোগ্য। সুতরাং আপনি ভোটার হোন, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার। একটি দেশের নাগরিক হিসেবে ভোটাধিকার নিশ্চিত করা আপনার অধিকার।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post