• January 24, 2025

কিশোরকালীণ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

 কিশোরকালীণ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়ি প্রতিনিধি: ১৮-২৩ ডিসেম্বর দেশব্যাপি পালিত হচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। এরই আলোকে মানিকছড়িতে কৈশোরকালীণ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন এর স্বাগত বক্তব্যে অনুষ্টিত কৈশোরীকালীণ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উদ্বুদ্ধকরণে ৯ম-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বিজয় চক্রবর্তী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পরিবার কল্যাণ পরিদর্শিকা স্বপ্না বড়ুয়া প্রমূখ।৷ পরে অতিথিরা শিক্ষার্থীর হাতে ও প্রতিষ্ঠানে স্যানিটারী প্যাড ও মাক্স এবং হ্যান্ডস্যানিটারী তুলে দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post