• September 20, 2024

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

 খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই বুধবার জেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সামনে এসে র‌্যালিটি শেষ হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পার্বত্য জেলা পরিষদের মৎস্য বিভাগের আহ্বায়ক শতরুপা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। স্বাগত বক্তব্য দেন- খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন।

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দিদারুল আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যজরী মারমাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, মৎস্য চাষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, মৎস্য চাষের মধ্যদিয়ে বেকারত্ব দূর হয়েছে। বর্তমানে বাংলাদেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে সরকারের নানামুখী উদ্যোগে  দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে মৎস্যচাষিরা।

জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মৎস্য চাষি, উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post