খাগড়াছড়িতে বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

খাগড়াছড়িতে বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে হাইকোর্টের নির্দেশে প্রথমবারের মতো অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন । বৃহস্পতিবার মহা

গুইমারা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রোয়াংছড়িতে আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ
মানিকছড়ির তিনটহরী হাইস্কুলে আগুনে পুড়ে গেছে আসবাবপত্র
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে হাইকোর্টের নির্দেশে প্রথমবারের মতো অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ।
বৃহস্পতিবার মহালছড়ি ও গুইমারায় স্থানীয় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের টিম অবৈধ ভাবে পরিচালিত এস এইচ এস ব্রিকস ও গুইমারার মদিনা ব্রিকসে অভিযান চালিয়ে চিমনি ভেঙে দেওয়া হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা ভাটার চুলার আগুন নিভিয়ে দেয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন,”হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সকল ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।