• November 11, 2024

খাগড়াছড়িতে শুরু হয়েছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম

 খাগড়াছড়িতে শুরু হয়েছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম

খাগড়াছড়ি প্রতিনিধি: হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ২৪ অক্টোবর সকাল থেকে এক যোগে জেলার ৯টি উপজেলায় এ কার্যক্রম শুরু হয়। এর আগে এ টিকাদান কর্মসূচি উদযাপন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন করে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন। ২৩অক্টোবর বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।

সংবাদ সম্মেলন সিভির সার্জন ডা. মো. ছাবের জানান, নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উদ্যোগে প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ম শ্রেণীর কিশোরী ও ১০-১৪বছর বয়সী কিশোরীদের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে টিকা প্রদান করা হচ্ছে।

আজ থেকে খাগড়াছড়ি জেলার ৯উপজেলায় ৩৬হাজার ৫৭জন কিশোরীদের মাঝে এইচপিভি টিকা প্রদান শুরু হয়েছে।

জানা যায়, জানান, দেশব্যাপী ১৮দিন এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হচ্ছে । তারমধ্যে প্রথম ২সপ্তাহে ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকাদান কার্যক্রম চলবে। দ্বিতীয় ধাপে ৮ দিন কমিউনিটির অস্থায়ী ও স্থায়ী কেন্দ্ৰগুলোতে টিকা প্রদান করা হবে।ক্যাম্পেইনের এইচপিভি টিকাদান সেশন শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। এইচপিভি ক্যাম্পেইন টিকাদান সেশন চলাকালীন নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে ।

এদিকে লক্ষ্মীছড়ি উপজেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সহকারি কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার ছেনমং রাখাই এ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আতাউর রহমান চৌধুরী উপস্থিথ ছিলেন। এছাড়াও মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম সোহেল, মাধ্যমিক শিক্ষা অফিসার প্রনব পোদ্দার, ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি উপজেলার ৩টি  ইউনিয়নে ১হাজার ১২০জন  কিশোরীদের মাঝে এইচপিভি টিকা প্রদান করা হবে বলে জানা গেছে।

এদিকে টিকা প্রদান কার্যক্রম সফল করতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ। দুল্যাতলী ইউনিয়নের মগাইছড়ি এলাকায় টিকা দান  ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার(ভা.প্রা.) ছেনমং রাখাইন প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আতাউর রহমান চৌধুরী, মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম সোহেল, মাধ্যমিক শিক্ষা অফিসার প্রনব পোদ্দার, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, ইউপি সদস্য মো: দেলোয়ার হোসেন ফরাজী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় টিকা প্রদানে নিরুৎসাহিত করার  অভিযোগ আসলে তা আলোচনা করে নিরসন করা হয়। এই টিকা ব্যয়বহুল ও স্বাস্থ্য সেবায় কিশোরীদের জন্য অতিগুরুত্বপূর্ণ বিধায় এই টিকাদান থেকে যেনো কেও বাদ না পড়ে সে জন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানান অতিথিরা।

 

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post