• March 27, 2025

খাগড়াছড়িতে সাংবাদিক প্রদীপ চৌধুরী আটক

 খাগড়াছড়িতে সাংবাদিক প্রদীপ চৌধুরী আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে জেলা শহরের মিলনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

৫আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি দৈনিক সমকাল পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের করা একটি মামলাসহ সদর থানার দুটি মামলার এজাহারভুক্ত আসামি প্রদীপ চৌধুরী। এছাড়া তার বিরুদ্ধে মানিকছড়ি ও পানছড়ি থানায় মামলা রয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এদিকে প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post