খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি: খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ঈদ উপলক্ষ্যে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে ৫ শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেন, প্রতিবছর রমজান আসলে দ্রব্যমূল্যের মূল্য অদ্ভগতি থাকে। এবার সরকারের নির্দেশনায় এবং প্রশাসনের সহায়তায় দ্রব্যমূল্য নাগালের মধ্যে আছে। আজকে ঈদ উপলক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ক্ষুদ্র প্রচেষ্টায মূল উদ্দেশ্য হলো খাগড়াছড়িতে যারা নিরহ মানুষ আছে তাদেরকে খাদ্য দিয়ে সহায়তা করা। যাবে পবিত্র মাসটিতে সবাই ভালো মন্দ খেতে পাবে। ভালো ভাবে রোজা রাখতে পারেন। ঈদের আনন্দটা সবাই যেন ভাগাভাগি করতে পারে। এবং খাগড়াছড়ি রিজিয়নের অধীনে যে ৭ট জোন আছে এ ধরনের কার্যক্রম চলছর এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিজিয়নের উদ্যোগে ঈদ উদ্যোগে ইফতার ও উপহার সামগ্রী বিতরণে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিসেস, ব্রিগ্রেড মেজর সাদাত রহমান, জিটুআই মেজর মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ গণমাধ্যম কর্মীর উপস্থিত ছিলেন।