খাগড়াছড়িতে আমের জাত পরিচিতি ও ব্যাগিং পদ্ধতি নিয়ে মাঠ দিবস
খাগড়াছড়ি প্রতিনিধি: বারি উদ্ভাবিত পাহাড় অঞ্চলের জন্য উপযোগি আমের জাতসমূহের পরিচিতি এবং নিরাপদ ও মানসম্পন্ন আম উৎপাদনে ব্যাগিং প্রযুক্তি শীর্ষক এক মাঠ দিবস খাগড়াছড়ির গুইমারাতে অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলার হাফছড়ি ইউনিয়নের গ্রীন টাচ এগ্রো ফার্মে এর আয়োজন করে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্র। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্র এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সি রশীদ আহমদ এর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ড. জুলফিকার আলী ফিরোজ, ড. মহব্বত উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাস, গ্রীন টাচ এগ্রো ফার্ম এর মালিক শাহাজ উদ্দিন প্রমূখ।
মাঠ দিবসের অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তারা আমের পরিচর্যা ও রক্ষনাবেক্ষনের নানা দিক সম্পর্কে বাগান মালিক ও কৃষকদের ধারণা দেন। কৃষকরাও আম উৎপাদন ও বাজারজাত করণের সমস্যাসমূহ তুলে ধরেন।