খাগড়াছড়িতে কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশ কৃষক লীগ। ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের নারিকেল বাগান এলাকার জেলা আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
এতে কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্টাচার্যর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক টারজেন বড়ুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।
এছাড়াও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম, সদস্য নুরুল্লাহ হিরো, আফতাব উদ্দিন চৌধুরী, শামীম চৌধুরীসহ সংগঠনের নেতাকর্মী ছাড়াও অঙ্গ-সংগঠনের নেতারা এতে অংশ নেন।
বাংলাদেশ কৃষক লীগের সোনালী দিন, গঠনের ইতিহাস, কার্যক্রম এবং গুরুত্বারোপ করে প্রতিষ্ঠা কালীন সময় ধরে দেশের জন্য বিভিন্ন অবদান রাখার কথা তুলে ধরে সংগঠনের সাফল্য কামনা করেন বক্তারা।