খাগড়াছড়িতে আয় ও পুষ্টি বৃদ্ধি, ফল এবং ফসল নষ্ট রোধে কৃষকদের ফিডব্যাপ কর্মশালা

 খাগড়াছড়িতে আয় ও পুষ্টি বৃদ্ধি, ফল এবং ফসল নষ্ট রোধে কৃষকদের ফিডব্যাপ কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গভেষণা কেন্দ্রে পোষ্ট হাভেষ্ট টেকনোলজি ডিভিশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের ২ দিনব্যাপী ফিডব্যাপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম।

এ সময় পোষ্ট হাভেষ্ট টেকনোলজি ডিভিশন কর্মসূচির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাফিজুল হক খান ও প্রকল্প সমন্বয়ক ড. মোহাম্মদ মাইনউদ্দিন মোল্লা বক্তব্য রাখেন।

কর্মশালায় পারিবারিক আয় বৃদ্ধি, পুষ্টি বৃদ্ধ এবং বিভিন্ন ফল ফসল নষ্ট হয়ে যাওয়া রোধে কিভাবে বছর ব্যাপী সংরক্ষণ করা যায় তার উপর হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রর বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম রহমান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post