খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশী বাধার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ জুলাই বৃহস্পতিবার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ সামবেশ বের করে জেলা বিএনপি। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। সমাবেশ থেকে তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়ে বলেন, বিনা ভোটের সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধবংস করে এখন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এর আগে শহরের মিল্লাত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়কের দিকে যেতে চাইল পুলিশের বাধার মুখে পড়ে।
দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, মোসলেম উদ্দিন, বেলাল হোসেন, কংচাইরী মাস্টার, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আব্দুর রব রাজা, ক্ষণিরঞ্জন ত্রিপুরা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কুহেলি দেওয়ান, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল ইসলাস সুমন, সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. একরাম হোসেন রানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর ও সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ হৃদয়সহ বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।